• রোববার ০৪ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২১ ১৪৩০

  • || ১৪ জ্বিলকদ ১৪৪৪

সর্বশেষ:
রেল দুর্ঘটনা রোধে সবাইকে সতর্ক থাকতে হবে: প্রধানমন্ত্রী মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না: র‍্যাব ডিজি দা‌য়িত্ব পালনে ত্রিপলিতে বাংলাদেশের নব‌নিযুক্ত রাষ্ট্রদূত সরকারের পদক্ষেপের ফলে দেশে চায়ের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে বাজেটে সামাজিক নিরাপত্তা বাড়াচ্ছি: পরিকল্পনামন্ত্রী

নীলফামারীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ জুন ২০২২  

নীলফামারী-ডোমার মহা সড়কে বৃহস্পতিবার রাতে ঢাকাগামী নাদের পরিবহনের চাপায় আবু তালেব নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো একজন। তার নাম আবু বকর সিদ্দিক।

নিহত আবু তালেব নীলফামারী সদরের বনবিভাগ এলাকার তরিকুল ইসলামের ছেলে। আর সিদ্দিকের বাড়ি শহরের বাবু পাড়ায়। 

নীলফামারী শহরের গাছবাড়ীতে দুটি মোটরসাইকেলের সংঘর্ষ হলে মোটরসাইকেল আরোহীরা ছিটকে পড়ে সড়কে। এ সময় ডোমার থেকে ছেড়ে আসা বাস চাপা দেয় দুই আরোহীকে।
 
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। আবু তালেবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রংপুর মেডিকেলে পাঠানো হয়। পথেই মারা যান আবু তালেব। এদিকে হাসপাতালের বেডে কাতরাচ্ছেন আবু বকর সিদ্দিক।

স্থানীয়রা বলেন, রাত ৯টার দিকে নীলফামারী-ডোমার সড়কের গাছবাড়িতে দুটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় দু'জন ছিটকে রাস্তায় পড়লে নাদের পরিবহন দ্রুত ছুটে এসে চাপা দেয়। এতে দুজন গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। আমরা নৈশ কোচটিকে আটক করেছি। কিন্তু চালক পালিয়ে গেছে।

এ বিষয়ে সদর থানার ওসি আব্দুর র‌উপ বলেন, গাছবাড়িতে একটি দুর্ঘটনা ঘটেছে। এ সময় একটি যাত্রীবাহী দূরপাল্লার বাসের চাপায় দুজন আহত হন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। এ সময় বিক্ষুব্ধ জনতার হাতে আটক হ‌ওয়া বাসটি থানায় আনা হয়েছে। ঘটনার পর  চালক ও হেলপার পালিয়েছে। বাসটিতে থাকা যাত্রীদের অন্য পরিবহনে তুলে দেওয়া হয়েছে। আর কিছু কিছু যাত্রী ফিরে গেছে।