• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

ডিমলায় ক্যানেলে গোসলে নিখোঁজ স্কুলছাত্র, পাঁচঘণ্টা পর মিলল লাশ

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ জুন ২০২২  

নীলফামারীর ডিমলায় তিস্তা নদীতে নিখোঁজ হওয়া দশম শ্রেণির ছাত্র শাহিন আলমের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। সে ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের নাউতারা বাজার এলাকার নুরুজ্জামানের ছেলে। একই ইউনিয়নের আবিউন্নেছা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়তো সে।

নাউতারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশিক ইমতিয়াজ মনি জানান, সোমবার বেলা তিনটার দিকে কয়েকজন বন্ধু মিলে তিস্তা সেচ ক্যানেলে গোসল করতে নামে। পরে তাকে পাওয়া না গেলে খোঁজাখুঁজি শুরু হয়। একপর্যায়ে ফায়ার সার্ভিসকে বিষয়টি জানানো হয়। পরে রংপুর থেকে ডুবুরি দল এসে রাত সাড়ে ৮টার দিকে সেচ ক্যানেলের নাউতারা স্লুইচ গেট থেকে ১০০ ফুট দূরে তার লাশ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে রংপুর ফায়ার সার্ভিসের টেলিফোন অপারেটর ইসমাইল হোসেন জানান, উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন রংপুর ডুবুরি দলের টিমলিডার আমির আলী।