– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –
  • বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১২ ১৪৩০

  • || ১১ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন ওবায়দুল হাসান ৯৯৯-এ ফোন করলেই সেবা দিচ্ছে পুলিশ: আইজিপি দূর্গাপূজা উপলক্ষে নীলফামারী পুলিশ সুপার কার্যালয়ে মতবিনিময় সভা রংপুর মহানগরীর সিটি বাজারে ভোক্তা অধিকার কর্তৃক অভিযান পরিচালনা গাইবান্ধায় ডিজেল কম দিয়ে জরিমানা গুনলো ফিলিং স্টেশন

জলঢাকায় বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ জুন ২০২২  

নীলফামারীর জলঢাকায় পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্টে নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন জলঢাকা থানা অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ কবির।  

নিহতরা হলেন- জলঢাকা পৌরসভার ২ নম্বর ওয়ার্ড পশ্চিম মাথাভাঙ্গা এলাকার হরলাল রায়ের ছেলে রংমিস্ত্রি স্বপন রায় (৩৫) ও উপজেলার কাঁঠালী ইউনিয়নের পূর্ব কাঁঠালী গ্রামের আইনুল হকের স্ত্রী বুল্লি বেগম (৪২)।  

পুলিশ ও এলাকাবাসী জানায়, গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে রংমিস্ত্রি স্বপন তার বাড়ির ছেঁড়া বৈদ্যুতিক তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন।

অপরদিকে, গৃহবধূ বুল্লি বেগম রাত ১১টার দিকে নিজ বাড়ির ঘরের সিলিং ফ্যানের সুইচ দিতে গিয়ে তড়িতাহত হয়ে ছিটকে পড়েন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।