• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

সৈয়দপুরে মাঠে মাঠে চলছে আগাম আমন ধানের চারা রোপণ

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৬ জুলাই ২০২২  

সৈয়দপুর উপজেলায় মাঠে মাঠে চলছে আমন ধানের চারা রোপণ। ভুট্টা কাটা ও মাড়াই শেষে আগাম জাতের আমন ধানের চারা রোপণের ধুম পড়েছে। বিশেষ করে উঁচু জমিতে হালচাষ দিয়ে চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। 

সরেজমিনে দেখা গেছে, কোনো জমি অনাবাদি না রেখে মাঠের পর মাঠ চলছে চাষাবাদ। উপজেলার কাশিরাম বেলপুকুর, কামারপুকুর, খাতামধুপুর, বোতলাগাড়ী ও বাঙালিপুর এলাকায় আমন আবাদে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। 

উপজেলার কামারপুকুর ইউনিয়নের আইসঢাল গ্রামের কৃষক আজিজার রহমান জানান, এবার আগাম বৃষ্টিতে আগাম আমন লাগানো শুরু হয়েছে। 

একই এলাকার কৃষক সাহান জানান, কৃষি শ্রমিকদের চাহিদা বেড়ে যাওয়ায় বেশি টাকায় নিতে হচ্ছে। 

উপজেলা কৃষি কর্মকর্তা শাহিনা বেগম বলেন, উফশী আগাম জাতের ধান চাষ করে কৃষক লাভবান হওয়ার পাশাপাশি ফসল অগ্রিম ঘরে ওঠায় মঙ্গার সময় খাদ্যনিরাপত্তা বেড়েছে। আগের জাতগুলোর জীবনকাল বেশি হওয়ায় কৃষকরা বছরে দুটি ফসলের বেশি চাষাবাদ করতে পারতেন না। এখন ধান কাটার পর কৃষকরা সহজে এক থেকে দুই বার আলু চাষ করে। এ অঞ্চলের জমি উঁচু এবং মাটি বেলে দো-আঁশ হওয়ায় আগাম আলু ও আমন চাষে খুবই উপযোগী। মাঠ পর্যায়ে কৃষকদের সার্বিক পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান তিনি।