• শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২৪ ১৪৩০

  • || ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৫

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ জুলাই ২০২২  

নীলফামারীর জলঢাকায় ট্রাকের ধাক্কায় আজিজুল হক নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। শনিবার সকাল ১০টার দিকে টেঙ্গনমারী-মীরগঞ্জ সড়কের কিসামত বটতলা বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আজিজুল জলঢাকা উপজেলার আরাজি কাঠালি বালাপাড়া এলাকার মৃত তৈয়ব আলীর ছেলে।

স্থানীয়রা জানান, ভ্যানে সবজি নিয়ে টেঙ্গনমারী বাজারের দিকে যাচ্ছিলেন আজিজুল। এ সময় একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যান আজিজুল। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

জলঢাকা থানার ওসি ফিরোজ কবির বলেন, ট্রাক উদ্ধার করে থানায় রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।