• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

নীলফামারীতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ জুলাই ২০২২  

নীলফামারীতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু                           
নীলফামারীতে তীব্র গরমে স্বস্তির বৃষ্টিতে ভেজার পর পুকুরে গোসল করতে নেমে মিজান (১১) ও শাওন আলী (৮) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু মিজান রহমান বানিয়া পাড়া গ্রামের রফিক ইসলামের ছেলে এবং শাওন আলী একই এলাকার আজিজুল ইসলামের ছেলে।

বুধবার (২০ জুলাই) দুপুুরে সদর উপজেলার বেড়াডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, আজ দুপুরে বৃষ্টি শুরু হলে মিজান ও শাওন বৃষ্টির পানিতে ভিজে পুকুরে গোসল করতে নামে। এসময় হঠাৎ করে তারা পুকুরে ডুবে যায়। স্থানীয়রা দুই শিশুকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নীলফামারী আধুনিক সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক গোলাম কিবরিয়া জানান, পানিতে ডুবে যাওয়া দুই শিশু হাসপাতালে আসার আগেই মারা যায়। হাসপাতালে আসার পর তাদের মৃত ঘোষণা করা হয়।

চাপড়া সরমজানী ইউনিয়ের চেয়রম্যান মো. জাহাঙ্গীর আলম শাহ্ ফকির জানান, বেড়াডাঙ্গা এলাকার বানিয়া পাড়া গ্রামে পানিতে ডুবে দুই শিশু মৃত্যুর খবর আমি শুনেছি। ঘটনাস্থল পরিদর্শন করেছি।

নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউপ নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।