• মঙ্গলবার ০৫ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ১৯ ১৪৩০

  • || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের অর্থনীতিতে বস্ত্রখাতের অবদান অপরিসীম: প্রধানমন্ত্রী পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস কুড়িগ্রামে কবর খুঁড়তেই বেরিয়ে এলো সাদা কাপড়ে মোড়ানো পুতুল-তাবিজ গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে পাঁচজনকে গ্রেফতার রংপুরে স্পিকার, বাণিজ্যমন্ত্রীসহ ১৫ প্রার্থীর মনোনয়ন বৈধ

নীলফামারীতে শতাধিক অসচ্ছল পরিবারকে সহায়তা দিলেন এমপি নূর

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ আগস্ট ২০২২  

নীলফামারীতে  শতাধিক অসচ্ছল পরিবারকে সহায়তা দিলেন এমপি নূর        
নীলফামারী সদর উপজেলায় শতাধিক পরিবারের মাঝে অসচ্ছল, হতদরিদ্র ও প্রতিবন্ধী মানুষের মাঝে বিনামূল্যে অটোরিকশা, অটোভ্যান, সেলাই মেশিন, হুইল চেয়ার, নলকূপ স‍্যানিটারি ল‍্যাট্রিনের সামগ্রী বিতরণ করেছেন নীলফামারী-২ আসনের এমপি আসাদুজ্জামান নূর।

গতকাল রোববার (৩১ জুলাই) বিকেলে সদর উপজেলা মাঠে এসব বিতরণ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন- সদর উপজেলার নির্বাহী অফিসার নাজমুন নাহার, সদর উপজেলা চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান মোখছেদুল মোমিন, ডিমলা উপজেলার চেয়ারম্যান তবিবুর রহমান, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান সান্তনা রানী রায়, নীলফামারী সদরের পঞ্চপুকুর ইউনিয়নের চেয়ারম্যান অহিদুর রহমান, চড়াইখোলা ইউনিয়নের চেয়ারম্যান মাসুম রেজা, খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রশান্ত রায় প্রমুখ।