• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

ডোমারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৫ আগস্ট ২০২২  

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নীলফামারীর ডোমারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেছে উপজেলা প্রশাসন।

এ সময় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগীসহ অঙ্গ সংগঠন, থানা পুলিশ, উপজেলা স্বাস্থ্য বিভাগ, ডোমার পৌরসভাসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহ জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি মনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক গনেশ কুমার আগওয়ালা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রায়হান বারী, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ মোজাম্মেল হক, কৃষি কর্মকর্তা কৃষিবিদ আনিছুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা নুরননবী প্রমুখ।

পরে বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ হলরুমে বঙ্গবন্ধুর জীবন ও কর্মবিষয়ক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদ, ইউএনও রমিজ আলম, ডোমার থানার ওসি মাহমুদ উন নবী, সহাকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি,  ভাইসচেয়ারম্যান আব্দুল মালেক সরকার, বেগম রৌশন কানিজ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি করিমুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, বীর মুক্তিযোদ্ধা মফিজার রহমান দুলাল প্রমুখ।