• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

কিশোরগঞ্জে ক্ষেতে পানি দেওয়ার সময় সাপের কামড়ে কৃষকের মৃত্যু

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ আগস্ট ২০২২  

কিশোরগঞ্জে ক্ষেতে পানি দেওয়ার সময় সাপের কামড়ে কৃষকের মৃত্যু          
নীলফামারীর কিশোরগঞ্জে আমন ক্ষেতে পানি দেওয়ার সময় সাপের কামড়ে খায়রুল ইসলাম (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

গতকাল মঙ্গলবার (১৬ আগস্ট) রাতে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত খায়রুল উপজেলার নিতাই ইউনিয়নের পানিয়ালপুকুর এলাকার মৃত রাশেদ আলীর ছেলে।

পরিবারের সদস্যরা জানান, বিকেলে আমন ক্ষেতে পানি দেওয়ার সময় আইলের একটি গর্তে পা ঢুকে যায় খায়রুলের। এ সময় গর্তের ভেতরে থাকা একটি সাপ তার পায়ে কামড় দেয়। চিৎকারে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব কুমার রায় সাপের কামড়ে কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।