• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

নীলফামারীতে পোনামাছ অবমুক্ত

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২২  

নীলফামারীর সৈয়দপুরে ৮টি জলাশয়ে ৭৫ হাজার টাকায় ৩১২ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর)  উপজেলা সিনিয়র মৎস্য কার্যালয়ের উদ্যোগে এসব পোনামাছ অবমুক্ত করা হয়।  

সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোখছেদুল মোমিন প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এ পোনামাছ অবমুক্ত করেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম হুসাইন, উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা আতাউর রহমান ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত  ছিলেন।

জানতে চাইলে মৎস্য কর্মকর্তা আতাউর রহমান বলেন, ৭৫ হাজার টকায় নানা প্রজাতির ৩১২ কেজি পোনামাছ ক্রয় করা হয়। এসব মাছ উপজেলার খরখরিয়া নদী, চিকলী নদী, চিকলী আশ্রয়ণ প্রকল্পের পুকুর, কামারপুকুর গুচ্ছগ্রামের পুকুর, কুজিপুকুর আশ্রয়ণ প্রকল্পের পুকুর, তালপুকুর গুচ্ছগ্রামের পুকুর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পুকুর এবং দলবাড়ি বিলে অবমুক্ত করা হয়।