• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৮ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

ডিমলায় সরকারিভাবে বোরো ধান ও চাল সংগ্রহ শুরু

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২৭ মে ২০১৯  

নীলফামারীর ডিমলা উপজেলায় সরকারিভাবে বোরো ধান ও চাল সংগ্রহ শুরু হয়েছে। ২৫ মে বিকালে উপজেলা সদরের সরদারহাট বসুনিয়াপাড়া গ্রামের কৃষক সিরাজুল ইসলামের বাড়ি গিয়ে ধান সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুন নাহার। এ সময় তিনি ওই কৃষকের কাছ থেকে এক হাজার ৪০ টাকা মণ দরে ৪৮০ কেজি ধান ক্রয় করেন।

নাজমুন নাহার উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘এই মৌসুমে বোরো ধান সরাসরি কৃষকের কাছ থেকে সংগ্রহ করা হবে। যাতে কৃষকরা ধানের ন্যায্যমূল্য পান ও সম্ভাব্য ক্ষতি কাটিয়ে উঠতে পারেন। সেজন্য সব ধরনের অনিয়ম ঠেকাতে যাচাই-বাছাই করে প্রকৃত কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করা হচ্ছে।’

বাড়িতে বসেই ধান বিক্রি করতে পেরে আনন্দিত কৃষক সিরাজুল ইসলাম বলেন, ‘আমি কখনও ভাবিনি এভাবে বাড়িতে বসে ধান বিক্রি করতে পারবো। সরকারি কোনও কর্মকর্তাকে এভাবে বাড়ি এসে ধান ক্রয় করতে আসতে কখনও দেখিনি। আমি মনে করি, এভাবে অন্য কৃষকের কাছ থেকেও যদি সরকারিভাবে ধান ক্রয় করা হয়, তবে সবাই উপকৃত হবেন। অনেকেই ঘুরে দাঁড়াতে পারবেন।’

উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা জাহেদুল ইসলাম জানান, উপজেলায় এক হাজার ৪০ টাকা মণ হিসেবে বা ২৬ টাকা কেজিদরে ৪১১ টন ধান এবং ৩৬ টাকা কেজিদরে এক হাজার ৮৫২ টন চাল ক্রয় করা হবে।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোফাচ্ছের হোসেনের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি ছিলেন— উপজেলা কৃষি কর্মকর্তা সেকেন্দার আলী, উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা (ওসিএলএসডি) জাহেদুল ইসলাম, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সদরের দায়িত্বরত উপসহকারী কৃষি কর্মকর্তা শওকত রেজা প্রমুখ।