• রোববার ০৪ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২১ ১৪৩০

  • || ১৪ জ্বিলকদ ১৪৪৪

সর্বশেষ:
রেল দুর্ঘটনা রোধে সবাইকে সতর্ক থাকতে হবে: প্রধানমন্ত্রী মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না: র‍্যাব ডিজি দা‌য়িত্ব পালনে ত্রিপলিতে বাংলাদেশের নব‌নিযুক্ত রাষ্ট্রদূত সরকারের পদক্ষেপের ফলে দেশে চায়ের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে বাজেটে সামাজিক নিরাপত্তা বাড়াচ্ছি: পরিকল্পনামন্ত্রী

ডোমারে পলিথিনের ব্যাগে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২২  

ডোমারে পলিথিনের ব্যাগে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার               
নীলফামারীর ডোমারে পলিথিনের ব্যাগে মোড়ানো এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ডোমার রেলগেটের উত্তরে রেললাইনের ধারে নবজাতকের মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয় দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

স্থানীয় মোকছেদ আলীর স্ত্রী জান্নাতুল বেগম বলেন, দুপুরে তরকারি রান্না করার জন্য বাড়ির পাশে কচু কাটতে যাই। এ সময় সেখানে একটি পলিথিনের ব্যাগ পড়ে থাকতে দেখি। প্রথমে ভাবি হয়তো মাংসের পুঁটলি। পা দিয়ে নাড়তেই পা ও হাতের নখ দেখতে পাই। পরে আশপাশের লোকজন ডাকলে তারা ব্যাগ খুলে দেখেন নবজাতকের মরদেহ।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদ উন নবী নবজাতকের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে কেউ গর্ভপাত ঘটিয়ে ভোরে বা রাতের কোনো এক সময় নবজাতকের মরদেহটি এখানে ফেলে রেখে যান। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।