• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

ডোমারে পলিথিনের ব্যাগে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২২  

ডোমারে পলিথিনের ব্যাগে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার               
নীলফামারীর ডোমারে পলিথিনের ব্যাগে মোড়ানো এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ডোমার রেলগেটের উত্তরে রেললাইনের ধারে নবজাতকের মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয় দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

স্থানীয় মোকছেদ আলীর স্ত্রী জান্নাতুল বেগম বলেন, দুপুরে তরকারি রান্না করার জন্য বাড়ির পাশে কচু কাটতে যাই। এ সময় সেখানে একটি পলিথিনের ব্যাগ পড়ে থাকতে দেখি। প্রথমে ভাবি হয়তো মাংসের পুঁটলি। পা দিয়ে নাড়তেই পা ও হাতের নখ দেখতে পাই। পরে আশপাশের লোকজন ডাকলে তারা ব্যাগ খুলে দেখেন নবজাতকের মরদেহ।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদ উন নবী নবজাতকের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে কেউ গর্ভপাত ঘটিয়ে ভোরে বা রাতের কোনো এক সময় নবজাতকের মরদেহটি এখানে ফেলে রেখে যান। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।