– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –
  • বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১২ ১৪৩০

  • || ১১ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন ওবায়দুল হাসান ৯৯৯-এ ফোন করলেই সেবা দিচ্ছে পুলিশ: আইজিপি দূর্গাপূজা উপলক্ষে নীলফামারী পুলিশ সুপার কার্যালয়ে মতবিনিময় সভা রংপুর মহানগরীর সিটি বাজারে ভোক্তা অধিকার কর্তৃক অভিযান পরিচালনা গাইবান্ধায় ডিজেল কম দিয়ে জরিমানা গুনলো ফিলিং স্টেশন

নীলফামারীতে ডিএনসির মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩ অক্টোবর ২০২২  

নীলফামারীর ডোমার উপজেলায় ১০ গ্রাম হেরোইনসহ জহুরুল ইসলাম (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে নীলফামারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

উপজেলার আন্ধারুর মোড় এলাকা থেকে প্রায় ৫০ হাজার টাকা মূল্যের ১০ গ্রাম হেরোইনসহ জহুরুল ইসলামকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত জহুরুল ইসলাম রাজশাহী জেলার বাসিন্দা। তবে ডোমারের বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকেন তিনি।

নীলফামারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) উপ-পরিদর্শক মো. এনামুল হক বাদী হয়ে ডোমার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) সারণীর (খ) ধারায় গ্রেপ্তারকৃত জহুরুলের বিরুদ্ধে একটি মামলা করেন।

জানতে চাইলে ডোমার থানার অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী বলেন, নীলফামারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ১০ গ্রাম হেরোইন সহ জহুরুল ইসলাম নামে একজনকে পুলিশ হেফাজতে দিয়েছে। সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হবে।