• মঙ্গলবার ০৫ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ১৯ ১৪৩০

  • || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের অর্থনীতিতে বস্ত্রখাতের অবদান অপরিসীম: প্রধানমন্ত্রী পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস কুড়িগ্রামে কবর খুঁড়তেই বেরিয়ে এলো সাদা কাপড়ে মোড়ানো পুতুল-তাবিজ গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে পাঁচজনকে গ্রেফতার রংপুরে স্পিকার, বাণিজ্যমন্ত্রীসহ ১৫ প্রার্থীর মনোনয়ন বৈধ

সৈয়দপুরে ১০ কেজি মাদক সহ দুই ব্যবসায়ী আটক

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২২  

নীলফামারীর সৈয়দপুরে দশ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে নীলফামারী জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদফতর। আটক দুইজন হলো ফয়সাল (২৮) ও মো. রশিদুল ইসলাম (৩৮)। 

এদের একজনের বাড়ি কুমিল্লায় এবং অন্যজনের সৈয়দপুরের কামারপুকুর ইউনিয়নের দক্ষিণ নিয়ামতপুর এলাকায়।
শনিবার (১৫ অক্টোবর) সকালে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারীর সহকারী পরিচালক মোহাম্মদ শরীফ উদ্দিনের নেতৃত্বে মাদক বিরোধী এই অভিযান  ছিলেন পরিদর্শক মোঃ শফিকুল ইসলাম ও বিভাগীয় স্টাফবৃন্দ।

অভিযানকালে প্রথমে দক্ষিণ নিয়ামতপুর নিবাসী মোস্তাকিমের ছেলে মো. রশিদুল ইসলামকে (৩৮)  তার বসতবাড়ি থেকে ২৫০ ( দুইশত পঞ্চাশ) গ্রাম গাঁজাসহ আটক করা হয়। পরে তার দেয়া তথ্যানুযায়ী সৈয়দপুর-রংপুর মহাসড়কের কামারপুকুরে অবস্থান নেয়া হয়। চাঁদপুর থেকে দিনাজপুর অভিমুখী পদ্মা এক্সকুসিভ যাত্রীবাহী বাস টি এলে সেটি থামিয়ে  তল্লাশি চালিয়ে বাসের যাত্রী মো: ফয়সালকে (২৮)  কেজি গাঁজা সহ আটক করা হয়। সে কুমিল্লার জোলাই কুরিয়াপাড়ার আব্দুল জলিলের ছেলে।

এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক জায়েদ আল জাফরী বাদী হয়ে  আসামিদের বিরুদ্ধে সৈয়দপুর থানায় নিয়মিত মামলা দায়ের করে আসামীদের নীলফামারী জেল হাজতে প্রেরন করা হয়।