• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

নীলফামারী জেলা জাপার আহ্বায়ক-সদস্য সচিবকে অবাঞ্ছিত ঘোষণা

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১২ নভেম্বর ২০২২  

নীলফামারী জেলা জাতীয় পার্টির (জাপা) আহ্বায়ক নূর কুতুবুল আলম চৌধুরী ও সদস্য সচিব সাজ্জাদ পারভেজকে অবাঞ্ছিত ঘোষণা করেছে অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা। সম্প্রতি সাংবাদিক সম্মেলন করে তাদের অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়- জেলা জাপার আহ্বায়ক ও সদস্য সচিব সাংগঠনিক নির্দেশ অমান্য করে অরাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছেন। স্বেচ্ছাচারিতা, অর্থের বিনিময়ে কমিটি দেওয়া হচ্ছে। সাজ্জাদ পারভেজ জেলা জাপার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করলেও সদর উপজেলা কমিটিতেও তিনি নিজেকে স্বঘোষিত আহ্বায়ক হিসেবে দাবি করেন। অনেক নেতা থাকলেও সদর উপজেলা কমিটিতে চঞ্চল চ্যাটার্জি নামে একজনকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অথচ তিনি ঐ পদে থাকতে চান না। তাকে জোর করে রাখা হয়েছে।  

তরিকুল ইসলাম বাবু বলেন, জেলা জাপা আহ্বায়ক ও সদস্য সচিবের কোনো নির্দেশনা মানবে না অঙ্গসহযোগী সংগঠনের নেতারা। তাদের অপসারণ করে দলকে সুসংগঠিত এবং শক্তিশালী করণে দলের চেয়ারম্যানের কাছে আহ্বান জানানো হয়।

জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান বলেন, তাদের অসাংগঠনিক কর্মকাণ্ড প্রতিহত করতে আমরা এখন থেকে কাজ করবো এবং যতদিন তাদের অপসারণ করা না হবে ততদিন তাদের নেতৃত্ব আমরা মানবো না।

জেলা জাপার সদস্য সচিব সাজ্জাদ পারভেজ বলেন, যারা অভিযোগ করছেন তাদেরকে সবাই চেনেন। তারা আদর্শচ্যুত হয়ে এখন বিদিশার রাজনীতি করছেন। সাংগঠনিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।