• রোববার ০৪ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২১ ১৪৩০

  • || ১৪ জ্বিলকদ ১৪৪৪

সর্বশেষ:
রেল দুর্ঘটনা রোধে সবাইকে সতর্ক থাকতে হবে: প্রধানমন্ত্রী মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না: র‍্যাব ডিজি দা‌য়িত্ব পালনে ত্রিপলিতে বাংলাদেশের নব‌নিযুক্ত রাষ্ট্রদূত সরকারের পদক্ষেপের ফলে দেশে চায়ের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে বাজেটে সামাজিক নিরাপত্তা বাড়াচ্ছি: পরিকল্পনামন্ত্রী

জলঢাকায় ইয়াবাসহ ১৫ মামলার আসামি গ্রেফতার 

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২২  

জলঢাকায় ইয়াবাসহ ১৫ মামলার আসামি গ্রেফতার                       
নীলফামারীর জলঢাকায় ২০০ ইয়াবাসহ মো. সাজেদুল ইসলাম সাজু নামের এক মাদক কারবারিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

গত (৩০ নভেম্বর) উপজেলার পৌরসভার বোতলাগাড়ী বাবুল্লাপাড়া অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে ১৫টি মাদক মামলা আদালতে বিচারাধীন। গ্রেফতার সাজু ওই এলাকার মো. মফেল উদ্দিন মাস্টারের ছেলে।

গোয়েন্দা পুলিশের এস আই মোহাম্মদ রেজানুর রহমান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, সাজু দীর্ঘদিন ধরে আমাদের নজরদারিতে ছিল। এরই ধারাবাহিকতায় অভিযান পরিচালনা করে ২০০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়েছে।

জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবীর বলেন, সাজেদুল ইসলাম সাজুর নামে মামলা হয়েছে। দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে আদালতে ১৫টি মাদক মামলা বিচারাধীন রয়েছে।