• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

রান্নার কাজে ব্যস্ত মা, কম্বলে জড়িয়ে প্রাণ গেল ছোট্ট হাফিজার

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২২  

রান্নার কাজে ব্যস্ত মা, কম্বলে জড়িয়ে প্রাণ গেল ছোট্ট হাফিজার               
মঙ্গলবার সকাল তখন ৬টা। ঘরে ঘুমাচ্ছিল চার মাসের শিশু হাফিজা। ওই সময় রান্নার কাজে ব্যস্ত ছিলেন মা সাদিকা। মাঠে কাজ করতে যান বাবাও। রান্না শেষে মা ঘরে গিয়ে দেখেন কম্বলে জড়িয়ে অচেতন অবস্থায় পড়ে আছে শিশু হাফিজা। এ সময় তাৎক্ষণিক তাকে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ঘটনাটি ঘটেছে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার উত্তর দুরাকুটি জয়নন কোর্ট গ্রামে। শিশু হাফিজা উপজেলার উত্তর দুরাকুটি জয়নন কোর্ট গ্রামের হামিদুল ইসলাম মেয়ে।

স্থানীয়রা জানায়, সকালে ঘরে ঘুমন্ত শিশু রেখে বাবা মাঠে কাজ করতে যান। এ সময় মা সাদিকা রান্নাঘরে কাজে যান। পরে রান্না শেষে মা ঘরে গিয়ে দেখেন শিশু হাফিজা কম্বলে জড়িয়ে অচেতন অবস্থায় পড়ে আছে। এ সময় তাৎক্ষণিক তাকে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

বাহাগিলি ইউপির সদস্য বাবুল হোসেন জানান, রান্নার কাজে ব্যস্ত ছিলেন ওই শিশুর মা। রান্না শেষে মা ঘরে গিয়ে দেখেন শিশু হাফিজা কম্বলে জড়িয়ে অচেতন অবস্থায় পড়ে রয়েছে। এ সময় তাকে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।