• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

ঘন কুয়াশায় সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২২  

নীলফামারীতে ঘন কুয়াশার কারণে সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা সাময়িক বন্ধ রয়েছে।

ঢাকা-সৈয়দপুর রুটে শুক্রবার (২৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টা পর্যন্ত কোনো ফ্লাইট অবতরণ করেনি। এতে বিমানবন্দরে ঢাকাগামী কয়েকটি বিমানের শত শত যাত্রী আটকা পড়েন। বেলা ২টার আগে আকাশ পরিষ্কার হওয়ার কোনো সম্ভাবণা নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া কার্যালয়ের ইনচার্জ লোকমান হোসেন বলেন, শুক্রবার সকাল ৯টায় বিমানবন্দরের রানওয়ে এলাকায় দৃষ্টিসীমা ছিল মাত্র ১০০ মিটার। নিয়মানুযায়ী, রানওয়েতে ২ হাজার মিটার দৃষ্টিসীমায় ফ্লাইট ওঠানামা করতে পারে।  

তিনি জানান, এই অঞ্চলে শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস। তবে বাতাস না থাকায় ঘন কুয়াশা কেটে যেতে অনেক সময় লাগতে পারে।

এদিকে ঘন কুয়াশার কারণে সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে যানবাহন চলাচল করছে। ফলে দূরপাল্লার নৈশকোচগুলো নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে পারেনি।

কুয়াশার কারণে সড়কে দুর্ঘটনা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় নীলফামারী-সৈয়দপুর সড়কে প্রাণ হারিয়েছেন দুই মোটরসাইকেল আরোহী।