• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

কারখানার পরচুলা চুরির দায়ে কারাগারে নারীকর্মী

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২২  

নীলফামারীর উত্তরা ইপিজেডে এভারগ্রিন কোম্পানির পরচুলা চুরির মামলায় সুমি আক্তার নামের একজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মামলায় আরও একজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় সাতজনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়।

সোমবার (২৬ ডিসেম্বর) রাতে মামলাটি করে কারখানা কর্তৃপক্ষ। পরে গ্রেফতার করে নীলফামারী থানা পুলিশ।

সুমি আক্তার দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাট টঙ্গুয়া বাজার এলাকার আজিজার রহমানের মেয়ে। তিনি এভারগ্রিন কোম্পানিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এভারগ্রিন কোম্পানির পরচুলা কারখানায় কাজ করতেন সুমি আক্তার। কাজ করার সুযোগে সেখানে কাজ করা আরও কয়েকজন মিলে প্রতিনিয়ত পরচুলা চুরি করতেন তিনি। সোমবার (২৬ ডিসেম্বর) প্রায় তিন লাখ টাকা মূল্যের পরচুলা চুরি করে হেলমেটের নিচে করে নিয়ে যাচ্ছিলেন। এসময় সুমি আক্তারকে হাতেনাতে ধরে ফেলে কারখানা কর্তৃপক্ষ। পরে থানায় মামলা দিলে পুলিশ এসে তাকে গ্রেফতার করে। মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

এ বিষয়ে এভারগ্রিন কোম্পানির সহকারী ব্যবস্থাপক (হিউম্যান ম্যানেজমেন্ট) জাহাঙ্গীর আলম হলেন, কোম্পানিতে কর্মরত কয়েকজন মিলে প্রতিনিয়ত পরচুলা চুরি করতেন সুমি আক্তার। সোমবার তাকে হাতেনাতে ধরা হয়। এ ঘটনায় থানায় মামলা দেওয়া হয়েছে।

নীলফামারী সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম উদ্দিন বলেন, গ্রেফতার নারীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। একই মামলায় আরও একজনসহ অজ্ঞাতপরিচয় কয়েকজনের নাম রয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।