• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

সেনাবাহিনীর পক্ষে তিস্তা চরের ৫৩৫ পরিবার পেল কম্বল

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ জানুয়ারি ২০২৩  

সেনাবাহিনীর পক্ষে তিস্তা চরের ৫৩৫ পরিবার পেল কম্বল                  
নীলফামারীর ডিমলা উপজেলার তিস্তা নদী  চরাঞ্চলের সোনাখুলী এলাকার কনকনে শীতের কবলে থাকা পাঁচ'শ ৩৫ পরিবারের বাড়ি বাড়ি গিয়ে কম্বল বিতরণ করেছে সেনাবাহিনীর ৬৬ পদাতিক রংপুর ডিভিশন। 

শীতকালীন প্রশিক্ষণরত ৬৬ ফিল্ড ইল্টেলিজেন্স ইউনিটের তত্ত্বাধায়নে শনিবার(৩১ ডিসেম্বর) সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত অধিনায়ক মেজর শাকিল আহমেদের নেতৃত্বে উক্ত কম্বল বিতরণ করা হয়। এছাড়া সোনাখুলি কেয়ারবাদ মাদ্রাসার ৩৫ জন ছাত্রকে একটি করে কম্বল দেয়া হয়েছে বলে সেনাবাহিনীর একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।  

জানা যায়, শীতবস্ত্র বিতরণের পাশাপাশি সেনাবাহিনী ৬৬ পদাতিক রংপুর ডিভিশন শীতকালীন প্রশিক্ষণ এলাকায় অসহায়, দুঃস্থ ও গরীব মানুষের মাঝে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন কর্মসূচি পরিচালনা করে আসছে।