• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

সৈয়দপুরে এক ঘণ্টার আগুনে পুড়ল ফুড ফ্যাক্টরি

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৫ জানুয়ারি ২০২৩  

সৈয়দপুরে এক ঘণ্টার আগুনে পুড়ল ফুড ফ্যাক্টরি                          
নীলফামারীর সৈয়দপুরে বিসিক শিল্পনগরীতে আবারো একটি ফুড ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ৫০ লাখ টাকার সম্পদ পুড়ে গেছে বলে জানা গেছে।

গতকাল বুধবার রাত ৯টার দিকে সেলিম ফুড ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাত ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

সেলিম ফুড ফ্যাক্টরির মালিক হাজি মোহাম্মদ একরাম বলেন, সন্ধ্যা সাতটার দিকে ফ্যাক্টরি বন্ধ করে চলে যান শ্রমিকরা। পরে রাত ৯টার দিকে ফ্যাক্টরির নিচতলায় হঠাৎ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৫০ লাখ টাকার সম্পদ পুড়ে গেছে বলে দাবি করেন তিনি।

নীলফামারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক এনামুল হক বলেন, ধারণা করা হচ্ছে শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে। তবে ক্ষয়ক্ষতি ও আগুন লাগার সঠিক কারণ জানতে কাজ চলছে। তবে এক সপ্তাহের ব্যবধানে বিসিক শিল্পনগরীতে দুটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল।