• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

যোগদানের ৪ মাসের মধ্যেই তিনবার শ্রেষ্ঠ

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৩  

নীলফামারীতে যোগদানের মাত্র ৪ মাসের মধ্যেই পরপর তিনবার রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ।

রোববার (১৫ জানুয়ারী) রেঞ্জ ডিআইজির কার্যালয় সম্মেলন কক্ষে বাংলাদেশ পুলিশ, রংপুর রেঞ্জ ডিআইজি মোহা. আবদুল আলীম মাহমুদ ,  এর সভাপতিত্বে গত ডিসেম্বর মাসের অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় রংপুর রেঞ্জের ডিসেম্বর ২০২২ মাসের সামগ্রিক কর্ম মূল্যায়নে শ্রেষ্ঠ জেলা নীলফামারী ও শ্রেষ্ঠ  পুলিশ সুপারের গৌরব অর্জন করায়  নীলফামারী জেলা  পুলিশ সুপার, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান  কে সম্মাননা স্মারক ও সার্টিফিকেট প্রদান করেন , রংপুর রেঞ্জ ডিআইজি মোহা. আবদুল আলীম মাহমুদ ।

উল্লেখ্য যে, গত অক্টোবর ২০২২ এবং নভেম্বর ২০২২ মাসের কর্ম মূল্যায়নেও রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ জেলা  ও নীলফামারী শ্রেষ্ঠ পুলিশ সুপার হয়েছিলেন নীলফামারী পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান  ।  

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি (অপারেশন্স) এস এম রশিদুল হক , অতিরিক্ত ডিআইজি মো. সুজায়েত ইসলাম এবং রংপুর রেঞ্জের সকল জেলার পুলিশ সুপার, ইন-সার্ভিসের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) সহ রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের  ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বৃন্দ।