• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

নীলফামারীতে ১৫ জন নারীর কর্মসংস্থানে ৬০ দিনের সেলাই প্রশিক্ষণ   

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৩  

নীলফামারীতে ১৫জন নারীর আত্মনির্ভশীলতায় ৬০ দিনের সেলাই প্রশিক্ষণ শুরু হয়েছে। বুধবার(২৫ জানুয়ারী) সকাল ১০টার দিকে জেলা সদরের পলাশবাড়ি ইউনিয়নের বামনডাঙ্গা গ্রামের কমিউনিটি ধান ব্যাংকে উদয়াঙ্কুর সেবা সংস্থা আয়োজনে ওই প্রশিক্ষন শুরু হয়।

প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান অতিথি পলাশবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রাহীম তালুকদার।

বামনডাঙ্গা কমিউনিটি ধান ব্যাংকের সভাপতি রিপা রাণী রায়ের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন পলাশবাড়ি ইউপি সদস্য বিনয় কুমার রায়, উদয়াঙ্কুর সেবা সংস্থার সমন্বয়কারী কুদ্দুস সরকার, উদয়াঙ্কুর সেবা সংস্থার বাস্তবায়ন কমিটির সদস্য ওমর ফারুক, বামনডাঙ্গা কমিউনিটি ধান ব্যাংকের সাধারণ সম্পাদক অলকা রাণী রায়, কোষাধ্যক্ষ বিনোদিনী রায় প্রমুখ।

উদয়াঙ্কুর সেবা সংস্থার সমন্বয়কারী কুদ্দুস সরকার জানান, কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে নারীদের আত্মনীর্ভশীল করতে ওই প্রশিক্ষণের আয়োজন। ৬০ দিনের প্রশিক্ষণ শেষে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে একটি করে সেলাই মেশিন বিনামূল্যে প্রদান করা হবে।