• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

মঙ্গা এখন আর নেই, মঙ্গা কি তা কেউ বলতেও পারবে না: নূর

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৩  

মঙ্গা এখন আর নেই, মঙ্গা কি তা কেউ বলতেও পারবে না: নূর                     
সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর বলেছেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। যার প্রমাণ আপনাদের কাছেই রয়েছে। উদাহরণ টেনে তিনি বলেন, এই অঞ্চলের অবস্থা কি ছিলো আপনারা সবাই জানেন। আশ্বিন-কার্তিক-অগ্রহায়ন মাসে গরিব মানুষ না খেয়ে থাকতো। এখন কাউকে জিজ্ঞেস করে দ্যাখেন, মঙ্গা কি, কেউ বলতে পারবে না। এই মঙ্গা এখন আর নেই। 

মঙ্গলবার দুপুরে জেলা সদরের চাঁদেরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
 
আসাদুজ্জামান নূর বলেন, মঙ্গা নেই এটা সম্ভব হয়েছে বঙ্গবন্ধু কন্যার কারণে। নীলফামারীতে উত্তরা ইপিজেড হয়েছে। শিল্প কলকারখানা তৈরি হয়েছে। এরফলে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, মানুষ অর্থনৈতিক ভাবে স্বচ্ছল হয়েছে। 

ফারইষ্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড এর ভাইস চেয়ারম্যান ড. ইব্রাহিম হোসেন খান, প্রধান নির্বাহী কর্মকর্তা আপেল মাহমুদ ও কনসালটেন্ট ড. ফয়জুর ফারুকী এবং নীলফামারী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ উপস্থিত ছিলেন।