• মঙ্গলবার   ২১ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ৬ ১৪২৯

  • || ২৬ শা'বান ১৪৪৪

সর্বশেষ:
জনগণ বিএনপি-জামায়াতকে আর ক্ষমতায় আসতে দেবে না: প্রধানমন্ত্রী তথ্য-প্রযুক্তি ও যোগাযোগ খাতে বাংলাদেশে বিপ্লব ঘটেছে: স্পিকার বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের প্রশ্নে কখনো আপস নয়-পানিসম্পদ উপমন্ত্রী ১১০০ রোহিঙ্গাকে প্রত্যাবাসনের প্রক্রিয়া চলছে: পররাষ্ট্র সচিব ভারতকে চট্টগ্রাম ও সিলেট বন্দর ব্যবহারের প্রস্তাব প্রধানমন্ত্রীর

মঙ্গা এখন আর নেই, মঙ্গা কি তা কেউ বলতেও পারবে না: নূর

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৩  

মঙ্গা এখন আর নেই, মঙ্গা কি তা কেউ বলতেও পারবে না: নূর                     
সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর বলেছেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। যার প্রমাণ আপনাদের কাছেই রয়েছে। উদাহরণ টেনে তিনি বলেন, এই অঞ্চলের অবস্থা কি ছিলো আপনারা সবাই জানেন। আশ্বিন-কার্তিক-অগ্রহায়ন মাসে গরিব মানুষ না খেয়ে থাকতো। এখন কাউকে জিজ্ঞেস করে দ্যাখেন, মঙ্গা কি, কেউ বলতে পারবে না। এই মঙ্গা এখন আর নেই। 

মঙ্গলবার দুপুরে জেলা সদরের চাঁদেরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
 
আসাদুজ্জামান নূর বলেন, মঙ্গা নেই এটা সম্ভব হয়েছে বঙ্গবন্ধু কন্যার কারণে। নীলফামারীতে উত্তরা ইপিজেড হয়েছে। শিল্প কলকারখানা তৈরি হয়েছে। এরফলে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, মানুষ অর্থনৈতিক ভাবে স্বচ্ছল হয়েছে। 

ফারইষ্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড এর ভাইস চেয়ারম্যান ড. ইব্রাহিম হোসেন খান, প্রধান নির্বাহী কর্মকর্তা আপেল মাহমুদ ও কনসালটেন্ট ড. ফয়জুর ফারুকী এবং নীলফামারী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ উপস্থিত ছিলেন।