• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

সৈয়দপুরে উদ্ধারকারী ট্রেনের বগি লাইনচ্যুত

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩ মার্চ ২০২৩  

 
নীলফামারীর সৈয়দপুরে উদ্ধারকারী (রিলিফ) একটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। ট্রেনটি মেরামতের জন্য সৈয়দপুর রেলওয়ে কারখানার নিয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার সন্ধ্যায় লালমনিরহাটের বোনারপাড়া থেকে রেলওয়ে কারখানায় যাওয়ার পথে সৈয়দপুর স্টেশনের দক্ষিণ প্রান্তে ইয়ার্ড লাইন থেকে ট্রেনটির বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।  

রেলওয়ে সূত্রে জানা যায়, দুর্ঘটনাকবলিত উদ্ধারকারী ৩৪০০১ নম্বর ট্রেনটি ব্রিটিশ আমলে তৈরি। এটি মেরামতের জন্য সৈয়দপুর রেলওয়ে কারখানায় নিয়ে যাওয়ার পথে বগি লাইনচ্যুত হয়। পরে দিনাজপুরের পার্বতীপুর থেকে ৫৫০ নম্বর উদ্ধারকারী একটি ট্রেন এসে দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধার করে।  

সৈয়দপুর রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) সুলতান মৃধা জানান, এরই মধ্যে লাইনগুলোর সংস্কারে দরপত্রের কাজ সম্পন্ন হয়েছে। আশা করা হচ্ছে, আগামী সপ্তাহেই সংস্কার কাজ শুরু হবে বলে জানান তিনি।