• মঙ্গলবার   ২১ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ৬ ১৪২৯

  • || ২৬ শা'বান ১৪৪৪

সর্বশেষ:
জনগণ বিএনপি-জামায়াতকে আর ক্ষমতায় আসতে দেবে না: প্রধানমন্ত্রী তথ্য-প্রযুক্তি ও যোগাযোগ খাতে বাংলাদেশে বিপ্লব ঘটেছে: স্পিকার বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের প্রশ্নে কখনো আপস নয়-পানিসম্পদ উপমন্ত্রী ১১০০ রোহিঙ্গাকে প্রত্যাবাসনের প্রক্রিয়া চলছে: পররাষ্ট্র সচিব ভারতকে চট্টগ্রাম ও সিলেট বন্দর ব্যবহারের প্রস্তাব প্রধানমন্ত্রীর

আবারও বইখাতা নিয়ে কলেজ যাবে আগুনে পুড়ে সর্বস্ব হারানো ইরাম

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৯ মার্চ ২০২৩  

 
থমকে গিয়েছিল পড়াশোনা। পরনের কাপড় বাদে আগুনে সব পুড়ে গিয়েছিল তার। পুড়ে গিয়েছিল একাদশ শ্রেনির সব বইখাতাসহ শিক্ষাসামগ্রী। ফলে পড়াশোনা চালিয়ে যাওয়া নিয়ে দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ইরাম (১৭)। অবশেষে ইরামকে আগুনে পুড়ে যাওয়া বই ও খাতাসহ সব শিক্ষা সামগ্রীর ব্যবস্থা করে দিয়েছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘আমাদের প্রিয় সৈয়দপুর’। 

বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে শিক্ষার্থী ইরামের হাতে একদাশ শ্রেণির সবগুলো বই, খাতা ও কলম তুলে দেওয়া হয়। স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘আমাদের প্রিয় সৈয়দপুর’ এর সার্বিক সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল রায়হান উপস্থিত থেকে ওই সামগ্রী তার হাতে তুলে দেন। এ সময় সংগঠন প্রতিষ্ঠাতা নওশাদ আনসারী, উপজেলা প্রকৌশল কর্মকর্তা (এলজিইডি) এস এম আলী রেজা রাজু, সংগঠন সদস্য সামিউল ও রাজা উপস্থিত ছিলেন।

কলেজছাত্রী ইরাম বলে, আবারও ব্যাগভর্তি বই খাতা নিয়ে কলেজ যেতে পারব। খুব আনন্দ লাগছে বইপত্র পেয়ে।

সংগঠন প্রতিষ্ঠাতা নওশাদ আনসারী বলেন, একাদশ শ্রেণির প্রথম ও দ্বিতীয় পত্র নিয়ে মোট ১৫টি বই, পর্যাপ্ত খাতা ও কলম দেওয়া হয়েছে। তার শিক্ষা কার্যক্রম যাতে চলমান থাকে এর জন্য যা লাগবে ভবিষ্যতেও ব্যবস্থা করার চেষ্টা করব আমরা।

প্রসঙ্গত, গত ১৭ ফেব্রুয়ারি সৈয়দপুর শহরের মুন্সিপাড়া এলাকায় এক অগ্নিকাণ্ডে ৫টি পরিবারের সর্বস্ব পুড়ে যায়। তার মধ্যে সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ইরামের (১৭) ঘরের আসবাবপত্র, পরনের পোশাক ও বইপত্রসহ সবকিছু পুড়ে যায়।