• বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৪ ১৪৩১

  • || ১৪ রবিউল আউয়াল ১৪৪৬

ডিমলায় ইউপি চেয়ারম্যান পদে ভোটগ্রহণ

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ মার্চ ২০২৩  

 
নীলফামারীর ডিমলায় অনুষ্ঠিত হচ্ছে ডিমলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচন। শান্তিপূর্ণভাবে সকাল সাড়ে আটটা থেকে একযোগে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ১৬টি কেন্দ্রের ১০৪টি বুথে ইভিএমে ভোটগ্রহণ শুরু হয়েছে।বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে চারটা পর্যন্ত। 

উপ-নির্বাচনে মোট ৩৬ হাজার ৩৫৯ জন ভোটার তাদের ভোটধিকার প্রয়োগ করছেন। এদের মধ্যে পুরুষ ১৮ হাজার ৩১০ জন এবং নারী ভোটার ১৮ হাজার ৪৮ জন এবং তৃতীয় লিঙ্গের একজন ভোটার রয়েছেন।

সকাল থেকে ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ভোটারের উপস্থিতি। চেয়ারম্যান পদের উপনির্বাচনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে নৌকা প্রতীক নিয়ে এ.এইচ.এম ফিরোজ, স্বতন্ত্র প্রার্থী হিসেবে চশমা প্রতীক নিয়ে উৎপল কুমার সিংহ রায়। এছাড়াও মোটরসাইকেল প্রতীকে মজিব উদ্দিন ও আনারস প্রতীক নিয়ে আমিনুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। নির্বাচনকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ব্যাপক নিরাপত্ত গ্রহণ করেছে নির্বাচন কমিশন।