• সোমবার ২৯ মে ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৫ ১৪৩০

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৪

সর্বশেষ:
১১ টোল প্লাজায় বাধ্যতামূলক হচ্ছে ই-টোল আরো ৪ এতিম ভবন নির্মাণ করেছে কাতার চ্যারিটি গাইবান্ধায় বিএনপির ১৯ নেতাকর্মী গ্রেফতার পঞ্চগড়ে হেরোইনসহ নারী আটক ‘জামায়াত-বিএনপির দোসররা তালিমের নামে মহিলাদের বিভ্রান্ত করছে’

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত    

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ মার্চ ২০২৩  

 
নীলফামারী জেলার কিশোরগঞ্জ-টেংগনমারী সড়কে মাদরাসার প্রাচীরের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে আশরাফুল ইসলাম সোহেল (৩৮) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছে। মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। নিহত সোহেল জেলা শহরের মুন্সিপাড়া মহল্লার মৃত মোফাজ্জল হোসেনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, ন্যাশনাল ব্যাংকে কর্মরত সোহেল গত সোমবার সকালে মোটরসাইকেলযোগে কর্মস্থলে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী মন্থনা হাফিজিয়া মাদরাসার প্রাচীরের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়ে। এ সময় তিনি গুরুতর আহত হন। তাকে তাৎক্ষনিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়। 

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজীব কুমার রায় দুর্ঘটনা ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।