• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

নীলফামারীর পুরাকীর্তি সংরক্ষণে ব্যবস্থা নেয়া হয়েছে: এমপি নূর

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৩  

নীলফামারী-২ আসনের এমপি আসাদুজ্জামান নূর বলেছেন, নীলফামারী জেলা প্রশাসনের জাদুঘর ও বিন্না দীঘিতে প্রস্তাবিত প্রত্নতত্ব জাদুঘর রয়েছে। এই দুটিকে পূর্ণরূপ দিতে আমরা কাজ করছি। এছাড়া নীলফামারী উচ্চ বিদ্যালয়ের পুরনো লাল ভবন ও নীল কুঠিসহ জেলার সব পুরাকীর্তি সংরক্ষণের ব্যবস্থা নেয়া হয়েছে।

শনিবার নীলসাগর হিসেবে পরিচিত নীলফামারী জেলা সদরের বিরাট রাজার পুরাকীর্তি বিন্না দিঘির প্রাচীন ঘাট ও প্রস্তাবিত প্রত্নতাত্বিক জাদুঘর পরিদর্শন শেষে জেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

এর আগে, সকাল থেকে দিনব্যাপী জেলার বিভিন্ন স্থান ঘুরে ব্রিটিশ শাসনামলে স্থাপিত নীলকরদের নীলকুঠি, সংরক্ষিত পুরাকীর্তি হাই ইংলিশ স্কুল (বর্তমানে নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়), জেলা প্রশাসক কার্যালয়ে অবস্থিত জাদুঘরসহ নানা পুরাকীর্তি পরিদর্শন করেন আসাদুজ্জামান নূর।

এ সময় উপস্থিত ছিলেন- সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আবুল মনসুর, প্রত্নতত্ব অধিদফতরের মহাপরিচালক চন্দন কুমার দে, জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ প্রমুখ।