• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সিআইডি পরিচয়ে হোটেলে জরিমানা করতে গিয়ে যুবক আটক

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৩  

সিআইডি পরিচয়ে নীলফামারীর কিশোরগঞ্জে খাবার হোটেলে জরিমানা করতে গিয়ে আটক হয়েছেন রুবেল মিয়া নামে এক যুবক। 

গতকাল সন্ধ্যা ৭টার দিকে উপজেলার গাড়াগ্রাম বাসস্ট্যান্ড মোড়ের একটি খাবারে হোটেল থেকে তাকে আটক করা হয়। রুবেল মিয়া কিশোরগঞ্জ উপজেলার রনচন্ডী কিশামত এলাকার হামিদুল ইসলামের ছেলে। 

থানা পুলিশ সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জের গাড়াগ্রাম ইউনিয়নের গাড়াগ্রাম বাসস্ট্যান্ডের মোড়ে অবস্থিত আইয়ুব আলীর ‘আব্বাসিয়া’ খাবার হোটেলের ভেতরে রুবেল মিয়া নিজেকে সিআইডির জুনিয়র ইনচার্জ অফিসার পরিচয় দেন। এরপর অপরিচ্ছন্ন পরিবেশে খাবার পরিবেশনের অভিযোগ এনে হোটেল মালিকের জরিমানা হবে বলে জানান। পরে জরিমানা বাবদ ২০ হাজার টাকা দাবি করলে হোটেল মালিক এবং হোটেলে থাকা লোকজনের সন্দেহ হলে লোকজন তাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশের কাছে রুবেল মিয়া স্বীকার করেন তিনি ভুয়া সিআইডি।  

কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।