• সোমবার ২৯ মে ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৪ ১৪৩০

  • || ০৭ জ্বিলকদ ১৪৪৪

সর্বশেষ:
১১ টোল প্লাজায় বাধ্যতামূলক হচ্ছে ই-টোল আরো ৪ এতিম ভবন নির্মাণ করেছে কাতার চ্যারিটি গাইবান্ধায় বিএনপির ১৯ নেতাকর্মী গ্রেফতার পঞ্চগড়ে হেরোইনসহ নারী আটক ‘জামায়াত-বিএনপির দোসররা তালিমের নামে মহিলাদের বিভ্রান্ত করছে’

ডোমারে ২৫০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৩  

 
নীলফামারীর ডোমার উপজেলায় এক ফ্লাটবাড়ির দ্বিতীয়তলায় অভিযান চালিয়ে ২৫০ বোতল ফেন্সিডিল সহ সোহাগ ইসলাম(১৯) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নীলফামারী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। গ্রেফতারকৃত সোহাগ মটকপুর মাষ্টারপাড়া গ্রামের উজ্জল হোসেনের ছেলে।

সোমবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলা মটকপুর বিএম কলেজ সংলগ্ন বোড়াগাড়ী মোড়ে আশিকুজ্জামানের(৩৮) ফ্লাট বাড়িতে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই বাড়ির মালিক আশিকুজ্জামান পালিয়ে যায়। তিনি ওই এলাকার নুরুল ইসলামের ছেলে। 

ঘটনা নিশ্চিত করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ পরিদর্শক শফিয়ার রহমান জানান, গোপন সংবাদে সেখানে অভিযান পরিচালনা করা হয়। ওই সময় বাড়ির পেছন দিয়ে মালিক পালিয়ে যায়। তবে তার সহযোগীকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। 

গ্রেফতারকৃত আসামীকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।