• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

পুকুর নিয়ে দ্বন্দ্বে ভাইদের হামলায় প্রাণ গেল বৃদ্ধের

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৩  

নীলফামারীর ডোমারে পুকুরের মালিকানা নিয়ে দ্বন্দ্বে ভাইদের হামলায় রফিকুল ইসলাম নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন।

রোববার সন্ধ্যায় ডোমার উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের শিমুলতলী নেংড়ীর মোড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম নেংড়ীর মোড় গ্রামের লুৎফর রহমানের ছেলে। আহতরা হলেন- একই গ্রামের মফিজার রহমান এবং তার ছেলে জিকরুল ইসলাম।

জানা যায়, বেশ কিছুদিন ধরে নেংড়ীর মোড় গ্রামের মৃত লুৎফর রহমানের ছয় ছেলের মধ্যে ১২ শতাংশের একটি পুকুরের মালিকানা নিয়ে দ্বন্দ্ব চলছিল। ঐ ছয় ছেলের মধ্যে রফিকুল ইসলাম ও মফিজার রহমান এক পক্ষে এবং অপর চার ভাই বিটুল রহমান, রমজান আলী, আবু বক্কর সিদ্দিক ও ভুট্টু অপর পক্ষে বিভক্ত হয়ে পড়েন।

রোববার বিকেলে ঐ পুকুর পাড়ে যান রফিকুল ইসলাম ও মফিজার রহমান। এ সময় প্রতিপক্ষরা তাদের ছেলেদের নিয়ে হামলা চালান। এ সময় রফিকুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। আহত হন মফিজা ও তার ছেলে জিকরুল। আহতদের ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পর অভিযুক্তরা বাড়ি ছেড়ে পালিয়েছেন।

ডোমার থানার ওসি মাহমুদ উন নবী জানান, লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরিসহ আইনগত প্রক্রিয়া চলমান। এ ঘটনার সঙ্গে জড়িতরা পলাতক রয়েছেন।