• সোমবার ২৯ মে ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৪ ১৪৩০

  • || ০৭ জ্বিলকদ ১৪৪৪

সর্বশেষ:
১১ টোল প্লাজায় বাধ্যতামূলক হচ্ছে ই-টোল আরো ৪ এতিম ভবন নির্মাণ করেছে কাতার চ্যারিটি গাইবান্ধায় বিএনপির ১৯ নেতাকর্মী গ্রেফতার পঞ্চগড়ে হেরোইনসহ নারী আটক ‘জামায়াত-বিএনপির দোসররা তালিমের নামে মহিলাদের বিভ্রান্ত করছে’

জলঢাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে, যুবক নিহত

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৩  

 
নীলফামারীর জলঢাকা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সন্দিপন ঘোষ তমাল নামে এক যুবক নিহত হয়েছেন।

গতকাল সোমবার বিকেলে ডোমার-জলঢাকা সড়কের সলেমানের চৌপতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তমাল ঘোষ ডোমার পৌরসভার ছোট রাউতা এলাকার তাপস কুমার ঘোষের।

জানা যায়, তমাল বিকেলে ডোমার থেকে মোটরসাইকেলে জলঢাকার দিকে যাচ্ছিলেন। পথে সলেমানের চৌপতি এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাসের পেছনে ধাক্কা লেগে রাস্তার পাশের দোকানের ভেতরে ঢুকে যায়। এতে তমাল মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা তমালকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জলঢাকা থানার ওসি ফিরোজ কবীর এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।