• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

নীলফামারীতে কয়েক মিনিটের ব্যবধানে বউ-শাশুড়ির মৃত্যু

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৩  

 
নীলফামারীতে কয়েক মিনিটের ব্যবধানে সুকুমারী দাস নামে এক বৃদ্ধা এবং তার ছেলের বউ মানদা দাসের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে সদর উপজেলার পলাশবাড়ী নটখানা দাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত সুকুমারী দাস একই এলাকার কর্ণধর দাসের স্ত্রী এবং মানদা দাস সুকুমারী দাসের ছেলে মতিন দাসের স্ত্রী।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার গোলাম রসুল রাখি জানান, মঙ্গলবার সকালে সুকুমারী দাস বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে নীলফামারী সদর হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে মারা যান তিনি।

এদিকে, সুকুমারীর ছেলের বউ মানদা দাস দুই বছর ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। পরিবারের সদস্যরা যখন সুকুমারী দাসের মরদেহ হাসপাতালে থেকে বাড়িতে নিয়ে যাওয়া ব্যবস্থা করছিলেন সেই সময় বাড়িতে মারা যান মানদা দাস। দুপুরে একই সঙ্গে স্থানীয় শ্মশানে তাদের মরদেহ সৎকার করা হয়।

স্থানীয় সুকুমার জানান, মানদা দাস দুই বছর ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। আর সুকুমারী দাস বৃদ্ধা ছিলেন। তারা আজ সকালে কয়েক মিনিটের ব্যবধানে মারা গেছেন।

সদর থানার ওসি মুক্তারুল আলম জানান, একজন বার্ধক্যজনিত করণে এবং অপরজন অসুস্থতাজনিত কারণে মারা গেছেন।