• সোমবার ২৯ মে ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৪ ১৪৩০

  • || ০৭ জ্বিলকদ ১৪৪৪

সর্বশেষ:
১১ টোল প্লাজায় বাধ্যতামূলক হচ্ছে ই-টোল আরো ৪ এতিম ভবন নির্মাণ করেছে কাতার চ্যারিটি গাইবান্ধায় বিএনপির ১৯ নেতাকর্মী গ্রেফতার পঞ্চগড়ে হেরোইনসহ নারী আটক ‘জামায়াত-বিএনপির দোসররা তালিমের নামে মহিলাদের বিভ্রান্ত করছে’

গণিত পরীক্ষা শেষে কাঁদতে কাঁদতে বাবার লাশ দাফন করলেন সাজু

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ মে ২০২৩  

বাবার মরদেহ বাসায় রেখে এসএসসির গণিত পরীক্ষা অংশ নিয়ে দুপুরে বাড়ি ফিরে বাবার দাফন সম্পন্ন করেছেন সাজু মিয়া। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলার পুটিমারী ইউপির ভেড়ভেরি বাংলারপাড়া গ্রামে। এ নিয়ে ওই পরীক্ষার্থীকে সহযোগিতা করে উপজেলা প্রশাসন ও স্কুলের শিক্ষকরা।

সাজু মিয়া চলতি এসএসসি পরীক্ষায় ভেড়ভেরি হাজির হাট স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে কিশোরীগঞ্জ শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে মানবিক শাখা থেকে পরীক্ষা দেন।

এলাকাবাসী জানান, পরীক্ষার দিন সকালে সাজুর অসুস্থ বাবা গোলাম রব্বানী মারা যান। এতে মনোবল ভেঙে পড়ে পরীক্ষার্থী সাজুর। খবর পেয়ে সাজুর বাড়িতে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি ও স্কুলের শিক্ষকরা। এরপর তারা সাজুকে বুঝিয়ে পরীক্ষা হলে নিয়ে আসেন। পরীক্ষা শেষে সাজুকে বাড়ি নিয়ে যাওয়া হলে দুপুর আড়াইটার দিকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সাজুর বাবাকে দাফন করা হয়।

কিশোরীগঞ্জ শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজের কেন্দ্র সচিব আব্দুল মালেক বলেন, বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দেওয়া খুবই কষ্টকর এবং মর্মান্তিক। এরপরও আমরা ছেলেটির ভবিষ্যতের কথা চিন্তা করে গণিত বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করিয়েছি।