• সোমবার ২৯ মে ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৪ ১৪৩০

  • || ০৭ জ্বিলকদ ১৪৪৪

সর্বশেষ:
১১ টোল প্লাজায় বাধ্যতামূলক হচ্ছে ই-টোল আরো ৪ এতিম ভবন নির্মাণ করেছে কাতার চ্যারিটি গাইবান্ধায় বিএনপির ১৯ নেতাকর্মী গ্রেফতার পঞ্চগড়ে হেরোইনসহ নারী আটক ‘জামায়াত-বিএনপির দোসররা তালিমের নামে মহিলাদের বিভ্রান্ত করছে’

নীলফামারীতে বিদ্যুতের মিটার বিস্ফোরণে পুড়ল ৬ পরিবারের ১১ ঘর

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ মে ২০২৩  

নীলফামারীতে পল্লী বিদ্যুতের মিটার বিস্ফোরণে ছয় পরিবারের ১১ ঘর পুড়ে গেছে। শনিবার দুপুর দেড়টার দিকে জেলা সদরের রামনগর ইউনিয়নের বাহালিপাড়া গ্রামে ঘটনাটি ঘটে।

এলাকাবাসী জানায়, শনিবার দুপুরে গ্রামের বশিয়ার রহমানের বাড়িতে পল্লী বিদ্যুৎ সমিতির পুরাতন একটি মিটার বদলিয়ে নতুন মিটার স্থাপন করা হয়। মিটার স্থাপনের কিছুক্ষণ পর বিস্ফোরণ ঘটে। সেখান থেকে আগুণের সূত্রপাত হয়ে দ্রুত ছড়িয়ে পড়ে।

এ সময় বশিয়ার রহমান, রশিদুল ইসলাম, সহিদুল ইসলাম, আবুল কালাম আজাদ, আব্দুস সালাম, আবুল কাশেমসহ ছয় পরিবারের ১১টি ঘর, ঘরে রক্ষিত আসবাবপত্র, ধান, চালসহ অন্যান্য কৃষিপণ্য ও বশিয়ার রহমানের নগদ আড়াই লাখ টাকা পুড়ে যায়। খবর পেয়ে নীলফামারী দমকল বাহিনী পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে ৩৫ লাখ টাকা ক্ষয়ক্ষতি দাবি করেন ক্ষতিগ্রস্তরা।

নীলফামারী দমকল বাহিনীর সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. মিয়ারাজ উদ্দিন অগ্নিকান্ডের ঘটনা নিশ্চিত করে বলেন, ‘বৈদ্যতিক মিটার থেকে আগুনের সূত্রপাত হয়ে ৯টি ঘরসহ রক্ষিত মালামাল পুড়ে যায়। এ ঘটনায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’

নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. সুলতান নাছিমুল হক বলেন, ‘এ বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে। তদন্ত শেষে জানা যাবে কি কারণে ঘটনাটি ঘটেছে।’