– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –
  • সোমবার ০২ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৬ ১৪৩০

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
বিশ্বকাপে বাংলাদেশ দল নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা গঙ্গাচড়ায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও চেক বিতরণ নিরাপদ সড়ক চাই পীরগঞ্জ উপজেলা কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা নীলফামারীতে মসজিদের ভেতরে সন্ত্রাসী হামলায় দুই মুসল্লি আহত, আটক ২ রংপুরে ৫০ লাখ ছাগল-ভেড়া পাবে পিপিআর টিকা

কিশোরগঞ্জে পুকুরে কিছু একটা ভাসছিল, কাছে গিয়ে দেখলেন লাশ

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ মে ২০২৩  

নীলফামারীর কিশোরগঞ্জে একটি পুকুর থেকে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার বড়ভিটা ইউপি চেয়ারম্যান ফজলার রহমানের চাতালের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, শুক্রবার সকালে প্রতিদিনের ন্যায় চেয়ারম্যানের ছেলে শামিম হোসেন তার ব্যবসায়িক কাজের সুবাদে চাতালে আসলে তার সঙ্গে স্থানীয় একরা মিয়া নামের একজন মুদি ব্যবসায়ীও চাতালের ভেতরে প্রবেশ করেন। একপর্যায়ে তারা দুজনে দেখতে পান পুকুরে সাদা বস্তার মত কিছু একটা ভেসে আছে। কাছে গিয়ে দেখেন পাঞ্জাবি পড়া একটি মরদেহ ভেসে উঠেছে।

এ বিষয়ে বড়ভিটা ইউপি চেয়ারম্যান ফজলার রহমান বলেন, আমার ছেলে আমাকে জানালে দ্রুত চাতালে আসি। এর মধ্যে বিষয়টি কিশোরগঞ্জ থানার ওসিকে জানাই। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। তবে স্থানীয় কেউ ঐ বৃদ্ধকে চিনতে পারেনি।

এ বিষয়ে কিশোরগঞ্জ থানার ওসি রাজীব কুমার বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় কেউ মরদেহ শনাক্ত করতে পারেনি৷ তাছাড়া আমি আমার ফেসবুকে মরদেহ ছবি দিয়েছি। কেউ যদি চিহ্নিত করতে পারেন তাহলে থানায় যোগাযোগ করার অনুরোধ করছি। তবে  ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।