• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
আহতদের দেখতে পঙ্গু হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৪ ঘণ্টায় র‍্যাবের অভিযানে গ্রেফতার ২৯০। মেট্রোরেল স্টেশনে হামলা: ছয়জন রিমান্ডে।

ডোমারে কুখ্যাত ডাকাত নরেশকে গ্রেপ্তার করেছে পুলিশ

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৩  

 
নীলফামারীর ডোমার উপজেলায় ডাকাতির ঘটনায় কুখ্যাত ডাকাত নরেশ চন্দ্র দাশ টন্নাকে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার(১ সেপ্টেম্বর) রাতে দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডি জেলেপাড়া থেকে তাকে গ্রেপ্তার করে। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার হয়। 

গ্রেপ্তার হওয়া নরেশ চন্দ্র দাশ নীলফামারী জেলা সদরের চাপড়া সরমজানি ইউনিয়নের বেড়াডাঙ্গা গ্রামের জেলেপাড়ার কাল্টু চন্দ্র দাশের ছেলে। 

পুলিশ জানায়, ডোমার উপজেলা শহরের ছোট রাউতা ব্রা²ন পাড়ার বিজয় চক্রবর্তীর বাড়িতে চলতি বছরের ১ মে মধ্যরাতে ডাকাতির ঘটনা ঘটে। ১০ থেকে ১২জনের ডাকাত দল বাড়ির লোকদের দেশিয় অস্ত্রের মুখে জিম্মি করে ১ লাখ ৮৮ হাজার টাকা, ২ ভরি স্বর্ণালংকার, ৪ ভরি রুপার অলংকার, কাসার বাসন, ৫টি মুঠোফোনসহ ২লাখ ৯২ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাত দল মুখে কালো রং মেখে ও মাস্ক পরিহিত অবস্থায় ওই বাড়িতে প্রবেশ করে। এ ঘটনায় বাড়ির মালিক বিজয় চক্রবর্তী বাদি হয়ে ঘটনার দিনই থানায় মামলা করেন। মামলার পর টন্নাসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।  

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদ উন নবী বলেন, উদ্ধার হওয়া মোটরসাইকেলটি ডাকাতির কাজে ব্যবহার হতো। তার বিরুদ্ধে রংপুর কোতোয়ালী থানার একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য শনিবার দুপুরে ৭ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গ্রেপ্তার হওয়াদের মধ্যে ৩জন এ ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। তারা নরেশ চন্দ্র দাশের নেতৃত্বে ডাকাতি করার কথাও বলেছেন।