– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –
  • রোববার ০১ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৬ ১৪৩০

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
বিশ্বকাপে বাংলাদেশ দল নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা গঙ্গাচড়ায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও চেক বিতরণ নিরাপদ সড়ক চাই পীরগঞ্জ উপজেলা কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা নীলফামারীতে মসজিদের ভেতরে সন্ত্রাসী হামলায় দুই মুসল্লি আহত, আটক ২ রংপুরে ৫০ লাখ ছাগল-ভেড়া পাবে পিপিআর টিকা

নীলফামারীতে জুয়ারি-সাজাপ্রাপ্ত আসামি-ডাকাতসহ গ্রেফতার ৩১

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২৩  

নীলফামারীতে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে জুয়ারি, সাজাপ্রাপ্ত আসামি ও কুখ্যাত ডাকাতসহ ৩১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল রোববার (৩ সেপ্টেম্বর) বিকেলে জেলা পুলিশের মিডিয়া সেলের দেওয়া বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, জলঢাকা থানার বিশেষ অভিযানে পৌরসভা এলাকার মাথাভাঙ্গা জেলেপাড়া এলাকা থেকে ছয় জুয়াড়িকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে জুয়া খেলায় ব্যবহৃত সামগ্রী ও ৬৪০ টাকা জব্দ করা হয়। এছাড়াও একই দিনে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি ও পরোয়ানাভুক্ত পলাতক ৯ আসামিসহ মোট ১৩ জনকে গ্রেফতার করে পুলিশ।

অন্যদিকে কুখ্যাত ডাকাত নরেশ চন্দ্র দাশ ও সুজন টন্নাকে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা আছে।

এছাড়া বিশেষ অভিযানে নীলফামারী সদর থানায় তিনজন, সৈয়দপুর থানায় তিনজন, ডিমলা থানায় তিনজনসহ মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে নীলফামারী জেলার অতিরিক্ত পুলিশ সুপার আমিরুল ইসলাম বলেন, সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত। এছাড়া মাদক ও জুয়ার বিরুদ্ধেও অভিযান চলবে।