• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
সর্বোচ্চ আদালতের রায়ই আইন হিসেবে গণ্য হবে: জনপ্রশাসনমন্ত্রী। ২৫ জুলাই পর্যন্ত এইচএসসির সব পরীক্ষা স্থগিত।

বাঁশঝাড় থেকে বেরিয়ে ১৫ জনকে কামড়ালো শিয়াল 

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৩  

নীলফামারীর সৈয়দপুরে শিয়ালের কামড়ে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় এক কিশোরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে পৌরসভার ১০নং ওয়ার্ডের পাটোয়ারী পাড়ায় এ ঘটনা ঘটে। পরে বিক্ষুব্ধ জনতা শিয়ালটিলে পিটিয়ে হত্যা করে বলে জানা গেছে।

শিয়ালের আক্রমণের শিকার সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসা আহতদের মধ্যে ৯ জনের নাম জানা গেছে। তারা হলেন- সুদর্শন রায় (৩০), নির্মল কুমার (৩৫), আলী হোসেন (৭০), হাবিবুর রহমান (১৫), খাদিমুল ইসলাম (৩০), হাসানুর আলী (৩৪), জুয়েল হোসেন (২৫), আজিজুল হক (৬৫) ও জাহিদ হোসেন (৩০)।

স্থানীয়রা জানান, সকাল ৯টার দিকে একটি শিয়াল বাঁশঝাড় থেকে হঠাৎ বের হয়ে সামনে পাওয়া সব মানুষকে আক্রমণ শুরু করে। এভাবে শিয়ালটি পাটোয়ারী পাড়া এলাকার খড়খড়িয়া পাড়ার মনছুরের মোড়ে অন্তত ১৫ জনকে কামড়ে দেয়। এতে রক্তাক্ত জখম অবস্থায় আহত কয়েকজনকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করেন আহতদের স্বজনরা। এছাড়া আহতদের মধ্যে হাবিবুর রহমান হাবিব নামের এক কিশোরকে গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর পৌরসভার ১০নং ওয়ার্ড কাউন্সিলর কাজী মনোয়ার হোসেন হায়দার বলেন, শিয়ালের কামড়ে আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। বিক্ষুব্ধ এলাকাবাসী শিয়ালটিকে পিটিয়ে মেরে ফেলেছে।

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তৌহিদা সিদ্দিকা রিয়া বলেন, দুপুর ১২টা পর্যন্ত শিয়ালের কামড়ে আহত রোগীদের মধ্যে ৯ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদেরকে ভ্যাকসিন নেওয়ার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া গুরুতর আহত একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।