– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –
  • রোববার ০১ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৬ ১৪৩০

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
বিশ্বকাপে বাংলাদেশ দল নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা গঙ্গাচড়ায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও চেক বিতরণ নিরাপদ সড়ক চাই পীরগঞ্জ উপজেলা কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা নীলফামারীতে মসজিদের ভেতরে সন্ত্রাসী হামলায় দুই মুসল্লি আহত, আটক ২ রংপুরে ৫০ লাখ ছাগল-ভেড়া পাবে পিপিআর টিকা

ডোমারে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ইউপি সদস্য গ্রেফতার

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৩  

     
নীলফামারীর ডোমারে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে তরিকুল ইসলাম নামে এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) ধর্ষণের স্বীকার গৃহবধূর করা মামলায় অভিযান চালিয়ে উপজেলার হরিণচড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

তরিকুল ইসলাম হরিণচড়া ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড সদস্য এবং ওই এলাকার আজগার আলীর ছেলে।

অভিযোগে উল্লেখ করা হয়, বুধবার রাত ৯টার দিকে ওই গৃহবধূ বিকাশের টাকা উত্তোলনের জন্য ঘর থেকে বের হলে বাইরে থাকা বৈদ্যুতিক বাল্বটি বন্ধ হয়ে যায়। এ সময় পেছন থেকে তার মুখ চেপে ধরেন তরিকুল ইসলাম। পরে টিবওয়েলের পাড়ে নিয়ে গিয়ে ধর্ষণ করেন।

এ সময় প্রতিবেশীরা টের পেয়ে তরিকুলকে আটক করেন। পরে সেখান থেকে কৌশলে পালিয়ে যান তিনি।

এ ঘটনায় পরদিন বৃহস্পতিবার হরিণচড়া ইউনিয়ন পরিষদে বিচার দেন ভুক্তভোগী নারী। বিচার না পেয়ে পরে থানায় মামলা করেন তিনি।

এ বিষয়ে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী জানান, গৃহবধূর করা মামলার প্রেক্ষিতে আমরা তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে অভিযুক্ত ইউপি সদস্যকে গ্রেফতার করি। দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।