• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
সর্বোচ্চ আদালতের রায়ই আইন হিসেবে গণ্য হবে: জনপ্রশাসনমন্ত্রী। ২৫ জুলাই পর্যন্ত এইচএসসির সব পরীক্ষা স্থগিত।

নীলফামারীতে উন্নয়ন মেলা উদ্বোধন

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৩  

 
নীলফামারী জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে "উন্নয়ন মেলা উদ্বোধন, র‌্যালি ও আলোচনা সভা" অনুষ্ঠিত হয়। রবিবার সকালে নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে উন্নয়ন মেলাটি উদ্বোধন করা হয়।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন-পঙ্কজ ঘোষ, জেলা প্রশাসক, নীলফামারী।

এছাড়াও উপস্থিত ছিলেন- ডা: মোঃ হাসিবুর রহমান, সিভিল সার্জন, নীলফামারী।‌  মোঃ ফিরোজ হাসান, নির্বাহী প্রকৌশলী, এলজিইডি, নীলফামারী। মোঃ মুরাদ হোসেন, নির্বাহী প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, নীলফামারী।‌

উন্নয়ন মেলা উদ্বোধন ও র‌্যালি পরবর্তী আলোচনা সভায় উপস্থিত অতিথিবৃন্দ বক্তব্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে অধিকতর জনমুখী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলার পাশাপাশি গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। এতে করে অধিকতর জনসম্পৃক্ততার মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর প্রাতিষ্ঠানিক এবং আর্থিকভাবে স্বনির্ভরতা অর্জনের পথ সুগম হবে মর্মে মন্তব্য করেন আলোচকবৃন্দ। পরিশেষে, আলোচকবৃন্দ আগামীতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর তৃণমূল পর্যায়ে জবাবদিহিতা, কর্মতৎপরতা, গুরুত্ব ও সর্বোপরি সক্ষমতা প্রকাশ পাবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, র‌্যালিটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হতে শুরু হয়ে শহরস্থ চৌরঙ্গী মোড় ঘুরে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।