• মঙ্গলবার ০৫ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ১৯ ১৪৩০

  • || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের অর্থনীতিতে বস্ত্রখাতের অবদান অপরিসীম: প্রধানমন্ত্রী পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস কুড়িগ্রামে কবর খুঁড়তেই বেরিয়ে এলো সাদা কাপড়ে মোড়ানো পুতুল-তাবিজ গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে পাঁচজনকে গ্রেফতার রংপুরে স্পিকার, বাণিজ্যমন্ত্রীসহ ১৫ প্রার্থীর মনোনয়ন বৈধ

নীলফামারীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৩  

 
নীলফামারীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ের খেলার উদ্বোধন হয়েছে। 

সোমবার সকালে নীলফামারী শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী বালক দলের খেলায় জলঢাকা উপজেলার রাজা হরিশচন্দ্র পাঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে কিশোরগঞ্জ উপজেলার দক্ষিণ দুরাকুটি ঘোপাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এবং বালিকা দলের খেলায় ট্রাইবেকারে কিশোরগঞ্জ উপজেলার নয়নখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-৩ গোলে জলঢাকা উপজেলার নেকবক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে জয়ী হয়। 

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ এম শাহজাহান সিদ্দিকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিরোদা রানী রায়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম ও জহুরুল হক, সদর উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুস সাত্তার, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সহকারি উপজেলা শিক্ষা অফিসার আতাউল গণি ওসমানী, নুরুজ্জামান ও মোতাহার হোসেন প্রমুখ।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ১২টি দল জেলা পর্যায়ের খেলায় অংশগ্রহণ করবে এবং আগামী ২৭ সেপ্টেম্বর ফাইনাল খেলা অনুষ্ঠিত বলে জানান আয়োজকরা।