• শুক্রবার ০৪ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ১৮ ১৪৩১

  • || ২৯ রবিউল আউয়াল ১৪৪৬

পাখির আঘাতে ইউএস বাংলা বিমান ক্ষতিগ্রস্থ

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৩  

ইউএস-বাংলা এয়ারলাইন্স ফ্লাইট নং BS-187 পার্টি ঢাকা হতে সৈয়দপুর বিমানবন্দরে আগমনের সময় বিমানের সাথে পাখির ধাক্কা লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিমানের সামনের অংশ বসে যায়। 

আজ মঙ্গলবার বিকেল ৪টা ৪০মিনিটে ঢাকা হতে সৈয়দপুর বিমানবন্দরে আগমনের সময় টাঙ্গাইল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ অবস্থায় বিমানটি  সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে। 

বিমানের পাইলট ক্যাপ্টেন মোঃ আবু সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিমানের ইঞ্জিনের সমস্যা হয়েছে। তবে এ ঘটনায় কোন যাত্রী ক্ষয়ক্ষতি হয়নি।

তিনি আরো বলেন,  ঢাকা থেকে ইঞ্জিনিয়ার টিম আসার পর বিমানটি মেরামত করা হয়। বিমানটি মেরামত করা হলে রাত সাড়ে ৮টায় যাত্রী নিয়ে সৈয়দপুর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে গমন করে।