• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
আহতদের দেখতে পঙ্গু হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৪ ঘণ্টায় র‍্যাবের অভিযানে গ্রেফতার ২৯০। মেট্রোরেল স্টেশনে হামলা: ছয়জন রিমান্ডে।

দেবরের ছোড়া এসিডে দগ্ধ ভাবি হাসপাতালে

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৩  

 
নীলফামারীর কিশোরগঞ্জে দেবরের ছোড়া এসিডে দগ্ধ হয়ে মেরিনা বেগম নামে এক গৃহবধূ রংপুর মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় গতকাল রোববার ভিকটিম বাদী হয়ে তার দেবর আব্দুল ওয়াদুদসহ ২ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন।

অভিযুক্ত দেবর সদর ইউনিয়নের কামারপাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে। ঘটনার শিকার ওই গৃহবধূ মাজেদুল ইসলাম ওরফে আব্দুল মাজেদের স্ত্রী।

অভিযোগে জানা যায়, উঠানের পাশের দোকানে খিলি পান খেয়ে শনিবার দুপুরে ওই গৃহবধূ বাড়ি ঢুকছিলেন। এ সময় পারিবারিক কলহের জেরে ওয়াদুদ তার শরীরে এসিড নিক্ষেপ করেন। এতে চোখ চেপে ধরে মাটিতে লুটিয়ে পড়ে গড়াগড়ি করেন। স্থানীয়রা এসে তার শরীরে দাহ্য পদার্থের উপস্থিতি বুঝতে পেরে পানি ঢালেন।

পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে এসিড দগ্ধ হওয়ার বিষয়টি জানান। ডান হাত, পাজর ও চোখ ক্ষতিগ্রস্ত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে দেন। 

কিশোরগঞ্জ থানার ওসি পলাশ চন্দ্র মণ্ডল এ ঘটনায় অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।