• শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৪ ১৪৩১

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে নীলফামারীতে ফ্রি ডায়াবেটিস চেক আপ  

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৩  

 
বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৩ উপলক্ষে শোভাযাত্রা, ফ্রি ডায়াবেটিস চেক আপ ও আলোচনা সভা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা ১১টায় নীলফামারী জেলা ডায়াবেটিক সমিতি'র আয়োজনে এসব কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে। 

এতে সভাপতিত্ব করেন- ডা: মজিবুল হাসান চৌধুরী (সাধারণ সম্পাদক, নীলফামারী ডায়াবেটিক সমিতি, নীলফামারী)।

এসময় আরও উপস্থিত ছিলেন:  ডা: মোঃ আনোয়ারুল করিম (চিফ মেডিকেল অফিসার, নীলফামারী ডায়াবেটিক সমিতি, নীলফামারী), ডা: মোঃ আব্দুল মজিদ (সাবেক আবাসিক মেডিকেল অফিসার, ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক সদর হাসপাতাল, নীলফামারী), ডা: মো মাসুদ সরকার (আবাসিক মেডিকেল অফিসার, নীলফামারী ডায়াবেটিক সমিতি, নীলফামারী),ডা: জয়শ্রী রানী (আবাসিক মেডিকেল অফিসার, নীলফামারী ডায়াবেটিক সমিতি, নীলফামারী) সহ প্রমুখ।

কর্মসূচিতে সভাপতির বক্তব্যে জনাব ডা: মজিবুল হাসান চৌধুরী বলেন, সারা বিশ্বে ডায়াবেটিস রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য এই দিনটি পালন করা হয়। এ সময়, তিনি পরিকল্পিত খাদ্যভাস এবং নিয়মিত ব্যায়াম ডায়াবেটিস  রোগ নিয়ন্ত্রণের অন্যতম হাতিয়ার মর্মে বক্তব্যে তুলে ধরেন। পরিশেষে, তিনি উপস্থিত সকলকে ডায়াবেটিস রোগ সম্পর্কে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার আহবান জানান। 

উল্লেখ্য, বর্ণাঢ্য শোভাযাত্রাটি নীলফামারী ডায়াবেটিক সমিতির সামনে হতে বের হয়ে শহরের চৌরঙ্গী মোড়, বাটার মোড়, পিটিআই মোড় ঘুরে পুনরায় ডায়াবেটিক সমিতি প্রাঙ্গণে এসে শেষ হয়।