• শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৪ ১৪৩১

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

নীলফামারীতে পতিত জমিতে সবজি চাষে সফলতা

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৩  

নীলফামারীতে পতিত জমিতে সবজি চাষে সাফল্য পেয়েছেন কৃষকরা। কৃষি বিভাগের সহায়তায় রাস্তার পাশে অনাবাদী জমিতে মাচা তৈরি করে সবজির চাষ করা হচ্ছে। এতে নিজেদের চাহিদা মিটিয়ে বিক্রি করে লাভবান হচ্ছেন চাষীরা। 

কৃষি বিভাগ বলছে, এই উদ্যোগে স্থানীয়দের পুষ্টির চাহিদা মিটানোর পাশাপাশি আর্থসামাজিক উন্নয়ন ঘটছে। 

নীলফামারী-সৈয়দপুর প্রধান সড়কের ধারে পতিত জায়গায় মাচায় ঝুলছে শিম, লাউ, বরবটিসহ বিভিন্ন সবজি। সবজি চাষের এই কার্যক্রম হাতে নিয়েছে জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কৃষকরা বলছে, যেসব নিচু এলাকায় সবজি চাষ হয় না সে এলাকায় রাস্তার ধারে উঁচু পতিত জমিগুলোতে নানা সবজি লাগানো হয়েছে। 

পরিবারের পুষ্টির পাশাপাশি চাষ হওয়া এসব সবজি বিক্রি করে লাভবান হচ্ছেন কৃষকরা। সারাদেশে এমন উদ্যোগ ছড়িয়ে দিয়ে দিতে পারলে পতিত জমির ব্যবহার করে দেশের সবজির চাহিদা মেটানোর সম্ভব হবে বলে মনে করেন নীলফামারী সদর উপেজলা কৃষি কর্মকর্তা আতিক আহমেদ। নীলফামারীতে ৪১২ হেক্টর অনাবাদি পতিত জমি রয়েছে ।