• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

নীলফামারীতে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন যারা

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৩  

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি চুড়ান্ত মনোনয়নের তালিকা প্রকাশ করা হয়েছে। গতকাল সোমবার (২৭ নভেম্বর) দলটির চেয়ারম্যানের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

এতে নীলফামারী-১(ডোমার-ডিমলা) আসনে মনোনয়ন পেয়েছেন লে. কর্ণেল (অবঃ) তসলিম। তিনি বর্তমানে উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও জেলা শাখার সহ সভাপতির দায়িত্ব পালন করছেন।

নীলফামারী-২ (নীলফামারী সদর) আসনে মনোনয়ন পেয়েছেন শাহজাহান আলর চৌধুরী। তিনি বর্তমানে জাতীয় পার্টির জেলা শাখার সহ সভাপতি।

নীলফামারী-৩ (জলঢাকা) আসনে মনোনয়ন পেয়েছেন মেজর (অবঃ) রানা মো. সোহেল রানা। তিনি বর্তমানে জাতীয় পার্টির জেলা শাখার সহ সভাপতি।

নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) মনোনয়ন পেয়েছেন আহসান আদেলুর রহমান আদেল। তিনি বর্তমান সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও কোষাধ্যক্ষ।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর এবং নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত চলবে। ভোটগ্রহণ ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।