• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

জলঢাকায় চোর চক্রের তিন সদস্য গ্রেফতার করেছে পুলিশ

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৩  

নীলফামারীর জলঢাকায় আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৯ নভেম্বর) অভিযান পরিচালনা করে বিভিন্ন জায়গা থেকে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন, হাজিরহাট থানার দক্ষিণ বিন্নাটারী এলাকার আব্দুস সামাদের ছেলে মিজানুর রহমান বাবু (৪০), একই এলাকার মৃত নুর ইসলামের ছেলে শফিকুল ইসলাম (৪৫) এবং রংপুর জেলার কাউনিয়া উপজেলার রাজিব টেপামধুপুর গ্রামের আব্দুল আউয়ালের ছেলে সাজু আহমেদ পায়েল।

পুলিশ সূত্রে জানা যায়, ২৬ নভেম্বর ডালিয়া ব্রিজ যাওয়ার কথা বলে এক অটোচালক ভাড়া করে অটো নিয়ে যায়। খাবার খাইয়ে অটোচালককে অজ্ঞান করে অটো নিয়ে যায়। পরে ভুক্তভোগী বাদী হয়ে থানায় মামলা দায়ের করার পর পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে তারা অটো চুরির বিষয় স্বীকার করে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ আরও তিনটি চোরাই গরু উদ্ধার করে।

এবিষয়ে জলঢাকার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম জানায়, তারা চেতনা নাশক ওষুধ খাইয়ে অজ্ঞান করে জলঢাকা থানাসহ বিভিন্ন এলাকায় অটো গাড়ি চুরি করে আসছিল। চোর সাজু আহমেদ পায়েলের বিরুদ্ধে ১৫টি অটোচুরি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।‍‍