• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

কিশোরগঞ্জে ইউপিজি সদস্যদের মাঝে বিনামূল্যে শীতবস্ত্র বিতরণ

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৩  

নীলফামারীর কিশোরগঞ্জে শীত নামতে শুরু করায় আগাম প্রস্তুতি হিসেবে ইউপিজির (হতদরিদ্র পরিবারের)১৫০ জন সদস্যদের মাঝে বিনামূল্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (২৮ নভেম্বর)বিকেলে নিতাই পানিয়াল পুকুর ১ও ২ নং ওয়ার্ডের গ্রাম সামাজিক শক্তি কমিটির আয়োজনে ও ব্র্যাক আল্ট্রা-পুওর গ্র্যাজুয়েশন (ইউপিজি)প্রোগ্রামের সহযোগিতায় খরের দারোগা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রঙ্গনে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এসময় শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দেন,১ও ২ এর কমিটির সভাপতি রফিকুল ইসলাম ও শ্রী সূর্বত চন্দ্র বিশ্বাস,ব্র্যাকের জেলা সেক্টর স্পেশালিষ্ট (প্লোল্টি এন্ড লাইভষ্টক)অফিসার আকরাম  হোসেন,ব্র্যাক ইউপিজি প্রোগ্রামের শাখা ব্যবস্থাপক সাজেদুর রহমান,সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসুচীর সেল্ ফ অফিসার মোখলেছুর রহমান। 

এতে আরো উপস্থিত ছিলেন,ইউপিজি প্রোগ্রামের আল মামুন,নুরুল ইসলাম,আফরোজা বেগম,ফারজানা বেগম ও গ্রাম সামাজিক শক্তি কমিটির সকল সদস্য প্রমুখ।উল্লেখ্য যে,কমিটির সদস্যরা অত্র এলাকার দানশীল ব্যাক্তিদের নিকট থেকে অর্থ সহায়তা সংগ্রহ করে শীতবস্ত্র হিসেবে  কম্বল বিতরণ করেন।